প্রিয় পাঠক! আমরা সবাই এ কথা জানি এবং বিশ্বাস করি যে, নবীজি স.কে সালাত আদায় করতে দেখেছেন সাহাবীগণ আর সাহাবীগণকে সালাত আদায় করতে দেখেছেন তাবেঈগণ আর তাবেঈগণকে সালাত আদায় করতে দেখেছেন তাবে-তাবেয়ীগণ। আর ইমাম আজম আবু হানিফা রহ. একজন তাবেঈ এবং প্রকৃত সালাফ ছিলেন । যেহেতু তিনি সাহাবীকে দেখেছেন তাই তিনি সাহাবীদের কাছ থেকে নামাজের পদ্ধতি শিখেছেন। তাই আমরা নির্দ্বিধায় এ কথা বিশ্বাস করতে পারি এবং এই বিশ্বাস নিয়ে নামাজ আদায় করতে পারি যে, হানাফি মাজহাবের মূলনীতি অনুযায়ী আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি তা মূলত রসুল ( স.) এর দেখানো ও শিখানো পদ্ধতির নামাজ যা নবীজি সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আর সাহাবীরা তাবেঈনদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যা আমরা উল্লেখিত বুখারির হাদিস দ্বারা প্রমাণ পায়। বর্তমানে যারা নিজেদেরকে সালাফী দাবি করে তারা মূলত সালাফি না বরং তারা মূলত খালাফি বা ভন্ড সালাফি। তাছাড়া প্রকৃতপক্ষে চার মাযহাবের যারা অনুসারী তারাই হচ্ছে সালাফি কারণ, মাযহাবের অধিকাংশ ইমামই সালাফ ছিলেন। তাই আমরা যেহেতু মাযহাব মানি অতএব আমরা সালাফি।
আস-সালাহ বইটি কার জন্য উপকারী?
প্রত্যেক নামায আদায়কারী ব্যক্তির জন্য উচিত বইটি সংগ্রহে রাখা।
প্রত্যেক বক্তা, মাসজিদের ইমাম, মাদরাসা ও স্কুল শিক্ষকদের জন্য যারা শিক্ষার্থীদের কে নামাজের প্রশিক্ষণ দিয়ে থাকেন।
প্রত্যেক মাযহাব বিরুধীদের জন্য যারা মনে করেন হানাফি মাযহাবের নামাজ সহি হয় না।
প্রত্যেক ঐ সকল নামাজিদের জন্য যারা মাযহাব বিরোধীদের অপপ্রচারের কারণে নিজের নামাজ নিয়ে সন্দেহের মধ্যে আছেন যে, নামাজ কুরআন-সুন্নাহ অনুযায়ী হচ্ছে কি-না।
প্রত্যেক ঐ ব্যক্তি যারা নামাজ আদায় করতে চান কিন্তু নামাজ কিভাবে পড়বেন, জানেন না? তাদের জন্য খুবই উপকারী।
এ বইটি পড়লে আপনি জানতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ও তাবে-তাবিঈগণ কিভাবে নামাজ আদায় করেছিলেন?
মূলত আস-সালাহ বইটি লেখা হয়েছে মাযহাব বিদ্বেষীদের অযৌক্তিক মিথ্যা অভিযোগ খন্ডন করে সঠিক পদ্ধতিটি নামাজীদেরকে অবহিত করার জন্য।
নামাজের প্রত্যেকটি নিয়ম-কানুন কুরআন সুন্নাহর দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে।
নামাজের নিয়ম কানুন সম্পর্কে অজ্ঞ ব্যক্তিও যদি এই বইটি পড়ে তাহলে অতি সহজেই কুরআন সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করা শিখতে পারবে।
নারী-পুরুষের নামাজের পার্থক্য দলিল সহকারে উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে আহলে হাদিস বা সালাফী ভাইদের পক্ষ থেকে হানাফীদের নামাজের ব্যাপারে যে অভিযোগগুলো করেন সে বিষয়গুলো যে মিথ্যা তা সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে দালিলিক আলোচনার মাধ্যমে উত্তর দেওয়া হয়েছে।